পুলিশি হেফাজতে মাদক কারবারি এবং জব্দ করা ফেনসিগ্রিপ। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ বোতল ফেনসিগ্রিপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা-পুলিশ।

বুধবার (৮ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার থানা খলশী এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. ফরিদ হোসেনের (৫০) বাড়ি বরগুনার বেতাগী থানা এলাকায়।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী নাবিল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কোমড়ে বিশেষ কায়দায় লুকানো ১৮ বোতল ফেনসিগ্রিপ জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ফেনসিডিলের বিকল্প হিসেবে নতুন মাদক ফেনসিগ্রিপ দেশে ঢুকছে। ফেনসিগ্রিপের বোতলের গায়ে মূল উপাদান হিসেবে কোডেইনের নাম লেখা রয়েছে, যা ফেনসিডিল তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।