নড়াইলে ফেনসিডিলসহ গ্ৰেপ্তার এক ব্যক্তি। ছবি: নড়াইল জেলা পুলিশ

নড়াইলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকাল দশটায় নড়াইল সদর থানাধীন শেখ রাসেল ব্রিজের পূর্ব পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) সুকান্ত সাহার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. ফাহাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নড়াইল সদর থানাধীন শেখ রাসেল ব্রিজের পূর্ব পাশে অবস্থান করেন।

মাদক ব্যবসায়ী মো. জুবায়ের হোসেন সেখানে এলে পুলিশ তাঁর মোটরসাইকেল থামিয়ে তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল এবং মাদকদ্রব্য (ফেনসিডিল) বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

জুবায়েরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।