নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলার লোহাগড়া থানা-পুলিশ।

গ্রেপ্তার দুই আসামি হলেন মো. সিয়াম হোসেন (১৯) ও মো. রুবেল শেখ (২২)।

জেলা পুলিশ জানায়, নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকায় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী ৪ জুন বেলা ১১টার দিকে বন্ধু ও বান্ধবীর সঙ্গে একটি এলাকায় ঘুরতে যায়। সেখানে অনেক দর্শনার্থী ঘুরতে আসেন। সেখানে গেলে স্থানীয় কয়েকজন বখাটে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ওই স্কুলছাত্রীর বন্ধুদের মারধর করে একটি জায়গায় আটকে রাখে। একপর্যায়ে সিয়াম হোসেন, হৃদয় মোল্যা (২৫), মিল্টন মুন্সী (২৬) ও তুফান মোল্যা (২০) ওই ছাত্রীকে ঝোপের ভেতর নিয়ে যায়। সেখানে সিয়াম অন্য আসামিদের সহযোগিতায় ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর হৃদয় মোল্যা ধর্ষণের চেষ্টা চালায়। তবে ওই স্কুলছাত্রী ও তার বন্ধুবান্ধবের চিৎকারে আসামিরা পালিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। ভূক্তভোগীর বাবা লোহাগড়া থানায় ৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার ২৪ ঘণ্টার মধ্যে ৫ জুন (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সিয়াম ও রুবেলকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।