নওগাঁ পুলিশ লাইনসে মাস্টার প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

নওগাঁ পুলিশ লাইনসে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্যে পুলিশ লাইনসের ড্রিল শেডে বৃহস্পতিবার এ প্যারেড হয়।

মাস্টার প্যারেডে সালামি গ্রহণ করেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

ওই সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।

প্যারেডের মান অধিকতর ভালো এবং অফিসার ও ফোর্সের ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিতভাবে প্যারেড অনুশীলন করার নির্দেশ দেন তিনি।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।