উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা।

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার শিক্ষক নিহত হয়েছেন। ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি দল উদ্ধারকাজ শুরু করে। খবর আজকের পত্রিকার।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষকেরা হলেন মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেলিন ও মোছা. জান্নাতুল (৩৫)। নিহত চালকের নাম মো. সেলিম (৪৫)।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিহাব রায়হান চারজন শিক্ষক নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলী বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবারবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। 

নওগাঁ সদর থানার ভীমপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।