সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। ছবি: সংগৃহীত

সৎ ও প্রতিভার কারণে কোচ হিসেবে রাহুল দ্রাবিড় ভালো করবেন বলে মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তাঁর মতে, তীক্ষ্ণতা-সর্তকতা ও পেশাদারত্বের মতো গুণাবলী আছে বলেই ভারতের কোচ হিসেবে সাফল্য পাবেন দ্রাবিড়। ভারতের কোচ হিসেবে সফল হওয়ার জন্য সব গুণ দ্রাবিড়ের মধ্যে রয়েছে। খবর বাসসের।

রবি শাস্ত্রীর জায়গায় গেল বছরের নভেম্বরে ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান দ্রাবিড়। শাস্ত্রীর অধীনে দল সাফল্য পেলেও আইসিসির কোনো ইভেন্ট জিততে পারেনি ভারত।
তাই যেকোনো সিদ্বান্তের প্রতিটি পদক্ষেপে তুলনার সম্মুখীন হবেন দ্রাবিড়। এ জন্য সাবেক কোচ শাস্ত্রীর সঙ্গে দ্রাবিড়ের পার্থক্য তুলে ধরেছেন গাঙ্গুলী।