ঢাকার বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) নূরে আলম মাসুম সিদ্দিকী জানান, শনিবার রাতে বাড্ডা লিংক রোডে ওই ব্যাংক শাখার দেয়াল কেটে ভেতরে ঢুকে ডাকাতেরা। তবে ভল্ট ভেঙে লুটের চেষ্টা করে তারা ব্যর্থ হয়। খবর বিডিনিউজের।

ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বনানীর সাততলা বস্তি এলাকা থেকে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হৃদয়, রুবেল ও মামুনের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাদের একজন দেয়াল কেটে ব্যাংকের ভেতরে ঢোকে, আরেকজন বাইরে ছিল।

ঘটনার পরপরই জানাজানি হলে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

পরিদর্শক নূরে আলম বলেন, একজনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে এবং ব্যাংকের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে বাকি দুজনকে তাঁরা গ্রেপ্তার করেন।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা করেছে।