দেশে আরও ১১ হাজার ৪৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা) নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে কালের কণ্ঠের খবরে এ কথা জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা যান। শনাক্ত হয়েছিল ১০ হাজার ৮৮৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৫ জন।