মোস্তাফিজসহ দেশে ফিরেছেন ৭ ক্রিকেটার। ছবি : বাংলা ট্রিবিউন

বিশ্বকাপ যাত্রা ‘বড় স্বপ্ন’ নিয়ে শুরু হলেও ব্যর্থতা নিয়েই ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে।

আজ শুক্রবার মোস্তাফিজ-আফিফসহ সাত ক্রিকেটার দেশে ফিরেছেন। খবর বাংলা ট্রিবিউনের।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করে নয়জনের বহর। সেখানে সাত ক্রিকেটার ছিলেন। বিকেলে তাঁদের বহন করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই বহরে ফিরেছেন শরিফুল ইসলাম, নাইম শেখ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী। সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

দ্বিতীয় ফ্লাইটে বাকি তিন ক্রিকেটার সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার ফ্লাইটে দুবাই ত্যাগ করবেন। তাঁদের ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছানোর কথা রাত ১১টায়।

এ ছাড়া দলের বাকি চার ক্রিকেটার মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ এক সপ্তাহ ছুটি কাটাবেন। তাঁদের সঙ্গে ছুটিতে আছেন রাসেল ডমিঙ্গোসহ অন্য কোচিং স্টাফরাও। তাঁদের আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা।