দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের মধ্যে পুনাক শেরপুরের শীতবস্ত্র ও খাদ্য বিতরণের আয়োজনের কিছু মুহূর্ত। ছবি: পুলিশ নিউজ

দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর।

শনিবার দুপুরে শেরপুর শহরের পূর্বশেরীর মাদ্রাসাতুল আ’মা দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রের মধ্যে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন পুনাক শেরপুর সভানেত্রী সানজিদা হক মৌ।

ওই সময় শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী সময়ে পুনাক শেরপুরের পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

ওই সময় দৃষ্টিপ্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার খান শেরপুরের এসপি এবং পুনাক সভানেত্রী।