মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির দুর্নীতি দমন কমিশন তাঁকে গ্রেপ্তার করে।

দেশটির দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারের একটি বড় প্রকল্প শুরু করেন। এতে নানা দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার অভিযোগগুলো সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই ঘটনায় বারসাতু পার্টির আরও কিছু শীর্ষ নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই দুর্নীতি দমন কার্যালয়ে যান মহিউদ্দিন। যাওয়ার কয়েক ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তারের কথা জানায় দুর্নীতি দমন কমিশন। খবর আল জাজিরার।

২০২০ সালে দীর্ঘ অচলাবস্থার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মহিউদ্দিন ইয়াসিন। করোনাকালে কঠিন সংকট পাড়ি দিতে হয়েছে তাঁকে। জোটের অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০২১ সালে মহিউদ্দিন সরকারের পতন হয়।
একই বছরের নভেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী হন বহুল আলোচিত আনোয়ার ইব্রাহিম। নির্বাচিত হয়েই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। তারই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন ৭৫ বছর বয়সী মহিউদ্দিন ইয়াসিন।
মালয়েশিয়ার আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মহিউদ্দিনের গুরু মনে করা হয়। আর আনোয়ার ইব্রাহিম রাজাকের সহকর্মী।

ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জেলে গিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। এখন দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে একই পরিণতি বরণ করলেন মহিউদ্দিন ইয়াসিন।