মহাসড়কে দুর্ঘটনা রোধে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি যাচাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, গাজীপুর রিজিয়নের সাভার হাইওয়ে থানা পুলিশ, আজ রোববার ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগানের মাধ্যমে গাড়ির গতি যাচাই করে। এ সময় অতিরিক্ত গতিতে চলাচলকারী বেশ কিছু গাড়ির চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

করোনা সচেতনতায় লিফলেট:
দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হাইওয়ে পুলিশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করছে।
হাইওয়ে পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, বগুড়া রিজিয়নের তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আজ রংপুর-দিনাজপুর মহাসড়কে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যানবাহনের চালক, চালকের সহকারী ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যানবাহনের চালক, সাধারণ মানুষসহ সবাই।