কুড়িগ্রাম সফররত দুদক সচিব খোরশেদা ইয়াসমীনের বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা দিচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনের দুই দিনের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে যথাযথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

আজ রোববার দুদক সচিব কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুদকের আয়োজনে ১৬৬তম গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন।

এর আগে সচিব গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম সার্কিট হাউসে উপস্থিত হন।

কুড়িগ্রাম জেলা পুলিশ সচিবের দুই দিনের কুড়িগ্রাম জেলা সফরের বিভিন্ন অনুষ্ঠানে প্রটেকশন ও প্রটোকল নিশ্চিত করে।

আজকের গণশুনানিতে মডারেটর ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের দুর্নীতি দমন কমিশনের পরিচালক তালবুর রহমান, কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিটির সভাপতি আফতাব উদ্দিনসহ জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।