রৌমারী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রামে ২২ বোতল বিদেশি মদ, ব্যাটারিচালিত ভ্যান উদ্ধারসহ পৃথক অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা-পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রৌমারী থানা-পুলিশের একটি দল রাত ৪টার দিকে সদর ইউনিয়নের রৌমারীবাজার এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে বিশেষ কায়দায় ফিটিং করা ১১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মো. মামুনকে (২২) হাতেনাতে গ্রেপ্তার করে। ওই মাদক কারবারি রৌমারী উপজেলার ইছাকুড়ি গ্রামের বাসিন্দা।

এ ছাড়া রৌমারী থানার আরও একটি অভিযানে একই দিন রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের চরবামনের চর এলাকার মাদক কারবারি জাহিদুল ইসলামের (৩১) বাড়ির ভেতর থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।