কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে আটক দুই ভুয়া র‍্যাব সদস্য। ছবি: পুলিশ নিউজ

কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযানে দুই ভুয়া র‍্যাবকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা রিজিওনের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জেলার চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালান। ওই সময় ঢাকাগামী লেনে তিশা প্লাস বাসে কাগজপত্র যাচাইকালে যাত্রী আল শাহারিয়ারের (৩০) আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর র‍্যাব লেখা দুটি কটি, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, একটি পিস্তল কভার ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। এ কারণে তাঁকে আটক করা হয়।
শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনিসহ আরও চারজন সংঘবদ্ধভাবে প্রাইভেট কারে করে বিভিন্ন স্থানে র‍্যাব পরিচয় দিয়ে প্রতারণা ও ডাকাতি করে থাকেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চান্দিনা থানাধীন ছয়ঘড়িয়া এলাকায় প্রাইভেট কারসহ মো. মনিরকে (৪৭) আটক করা হয়।