মাদক মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মো. আলমের স্বীকারোক্তি অনুযায়ী দুই বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ছবি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নয়টি মাদক মামলার আসামি মো. আলমসহ চারজন।

আদালতের দ্বিতীয় দফার রিমান্ড জিজ্ঞাসাবাদে মো. আলম জানান, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত আটটার দিকে বাসন থানাধীন নান্দন কড্ডা এলাকার মোল্লাবাড়ির জনৈক হালিমের বাড়ির ভাড়া করা রুমে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি, আগের একটি হত্যা মামলা নিয়ে হাতাহাতি ও কথা-কাটাকাটির একপর্যায়ে আসামি আলমসহ চার-পাঁচজন লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে মিনারুল (৪১) নামের এক ব্যক্তিকে হত্যা করে তাঁরা মাটি চাপা দেন।

মিনারুল জামালপুরের বকশীগঞ্জ থানাধীন পলাশতলা গ্রামের নুরু বক্তার ছেলে। আসামি আলমের এই স্বীকারোক্তির পর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অপরাধ (উত্তর) বিভাগ রেজওয়ান আহমেদের নেতৃত্বে এসআই দীপঙ্করসহ একটি চৌকস দল মিনারুলের দেহাবশেষ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।