পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দিরাই থানা-পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি মজিদ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দিরাই থানাধীন সিংহনাথ পটলপাড়া গ্রামে।

দিরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ জানান, গত ৪ নভেম্বর পাশের বাড়ির টিন কেটে ভেতরে প্রবেশ করেন আসামি মজিদ। এরপর বাড়ির এক কিশোরীকে (১৫) ধর্ষণ করেন। এ ঘটনায় দিরাই থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

তিনি জানান, ঘটনার পর আত্মগোপনে চলে যান আসামি। তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।