দিনাজপুরে হেলমেটবিহীন মোটরযান চালকদের বিরুদ্ধে পুলিশের অভিযান চালানোর সময় হেলমেট না পরায় একজন চালককে জরিমানা করা হচ্ছে।

দিনাজপুর জেলার সব থানায় গতকাল বুধবার হেলমেটবিহীন মোটরযান চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ।

“সেইফ ড্রাইভ, সেভ লাইফ” এই
এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে গতকাল বিকেল ৪টায় দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার) এর নেতৃত্বে সদর থানায় ৩টি এবং প্রতি থানায় ১টি করে মোট ১৫ টি স্পটে হেলমেটবিহীন মোটরযান চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে যেসব মোটরযান চালক হেলমেট পরেননি তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদের পরবর্তী দিনগুলোতে হেলমেট পরার আহ্বান জানানো হয়।

অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমাসহ সকল সার্কেল, অফিসার ইন-চার্জ, টিআই ও সার্জেন্টগণ।