জব্দকৃত ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল। ছবি : চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীবের নেতৃত্বে একটি দল মাদক, অস্ত্র ও জুয়াবিরোধী অভিযান চালিয়েছে।

গতকাল শনিবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটে এই অভিযান চালানো হয়।

অভিযানে কামারপাড়া গ্রামের গোবিছাড়া মাঠে মো. আবুল সামাদ (৪০) নামের এক ব্যক্তির আলুখেতের ভেতর থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মো. বিপ্লব (২১) নামের একজন অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।