দর্শনা থানা-পুলিশের তৎপরতায় হারানো ফোন ও নগদ টাকা উদ্ধারের পর তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের তৎপরতায় ১০টি হারানো মুঠোফোন এবং ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এরপর সেগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ জানায়, দর্শনা থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, মানিকগঞ্জ ও দর্শনার বিভিন্ন এলাকা থেকে দর্শনা থেকে হারানো ১০টি মুঠোফোন ও বিকাশে ভুল করে চলে যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করেছে।

এরপর দর্শনা থানায় ২০ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে মুঠোফোনগুলো উদ্ধারসহ বিকাশে ভুল করে চলে যাওয়া ৩০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।