সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ১৩ জুয়াড়ি। ছবি: এসএমপি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে ১৩ জন জুয়াড়ি।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) স্নেহাশীষ পৈত্য, এসআই লিটন চন্দ্র দত্ত, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান, এএসআই খোকন মনি দেবনাথ, এএসআই আপন মিয়া, এএসআই শেখ সাদীসহ অন্য পুলিশ সদস্যরা।

তাঁরা দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বনলতা গলিতে আব্দুল জলিলের চা স্টলের সামনে থেকে আইপিএল নিয়ে জুয়া খেলা ১৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের কোতোয়ালি থানার রহমানিয়া বোর্ডিং এলাকায়
পঙ্কজ রায় (৩২), জেলার দক্ষিণ সুরমা থানার হিলু রাজীবাড়ী এলাকার জুয়েল আহমদ অপু (২৪), একই থানার লাউয়াই এলাকার নাছিম আহমদ (১৯), ওই থানার সম্রাট মিয়ার কলোনি এলাকার আকাশ মিয়া (৩২), লাউয়াই এলাকার
রিপন হোসেন (৩০), দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলা এলাকার আলমগীর হোসেন (৩৪), জেলার মোগলাবাজার থানার জালালপুর এলাকার আব্দুল করিম (৩০), লাউয়াই এলাকার মো. লেবু (২৫), একই এলাকার শফিকুল (৩৪), দক্ষিণ সুরমার দক্ষিণ খোজারখলা এলাকার সফিক মোল্লা (২৯), লাউয়াই এলাকার লোকমান মিয়া (৩২), খোজারখলা এলাকার কামাল হোসেন (৩৫) ও লাউয়াই এলাকার খায়রুল ইসলাম (২৩)।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।