ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার অভিযানে একটি ধারালো দা ও দুটি রডসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত পিকআপ ভ্যান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে মতিঝিল থানাধীন আরামবাগ ফিলিং স্টেশনের সামনে থেকে আসামি মো. ইয়াসিনকে (২৬) গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা-পুলিশ জানায়, আসামি ইয়াসিনের বিরুদ্ধে তেজগাঁও ও পল্টন থানায় ছিনতাই ও ডাকাতির চেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।