পাখি শিকারিদের কাছ থেকে উদ্ধার পাখিগুলো অবমুক্ত করেন পাবনার পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ

পাবনার কবি বন্দে আলী মিঞা লিখেছিলেন, ‘খাঁচার দুয়ার আলগা পাইয়া উড়ে গেল পাখি বনে’। সেই কবিতাই যেন বাস্তবতা হয়ে ধরা দিল পাবনায়। তিন পাখিশিকারির কাছ থেকে উদ্ধার দুই শতাধিক পাখিকে আবার ডানা মেলার সুযোগ করে দিয়েছেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।

পাবনার সুজানগর থানা চত্বরে পাখিগুলো অবমুক্ত করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

গ্রেপ্তার তিন পাখি শিকারি হলো আতোয়ার শেখ, আলাউদ্দিন ও মোজাহার মন্ডল।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, সুজানগর থানা-পুলিশের একটি দল দুলাই চরপাড়ায় অভিযান চালিয়ে ওই তিন পাখিশিকারিকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাংচিল, রামচা, চ্যাগা, মাছরাঙা, ডাহুকসহ দুই শতাধিক পাখি।

পাখি শিকারিদের কাছ থেকে দুই শতাধিক পাখি উদ্ধার করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

পরে সুজানগর থানা চত্বরে সুজানগরের সহকারী কমিশনার (ভূমি), সুজানগরের ভিএস ও সাংবাদিকদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করেন পাবনার পুলিশ সুপার। পরে আসামিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।