পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানার অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা স্বর্ণের চেইন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা এলাকার মোসা. রোহেলা বেগম (২৫) ও মোসা. নিপা আক্তার (২২)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।

এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিদুল ইসলাম জানান, সোমবার দুপুরের দিকে ভুক্তভোগী মোসা. হনুফা আলম নগরীর বায়া বাজার থেকে বায়া বাজার উচ্চবিদ্যালয় মোড়ে যাওয়ার জন্য ভ্যানে চড়েন। এ সময় আরও পাঁচ নারী ওই ভ্যানে চড়েন। একপর্যায়ে তাঁরা হনুফার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। ভুক্তভোগীর চিৎকার শুনে ঘটনাস্থল এসে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ, তবে বাকি দুজন পালিয়ে যান।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এয়ারপোর্ট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।