পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর থানা-পুলিশের অভিযানে ২২০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১০ জুন) দিবাগত রাতে তাহিরপুর থানাধীন মদনপুর গ্রামের স্লুইচগেট-সংলগ্ন ব্রিজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ছয়ফুল ইসলামের (৩২) বাড়ি তাহিরপুর থানা এলাকায়।

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল কান্তি সরকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।