মাঠে তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করার পর আইসিসি সুপার লিগ টেবিলের লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

তিনি জানান, আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ চারের জায়গা করে নেওয়া তাঁর লক্ষ্য। খবর বাসসের।

সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ, যা ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের প্রথম সিরিজ জয়।

আইসিসি সুপার লিগে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের চিত্র অনুসারে বাংলাদেশ ইতোমধ্যে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ নিশ্চিত করেছে।

তামিম বলেন, এখনই কোনো কিছুর নিশ্চয়তা পেতে চান না। তাঁর লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা।
বাংলাদেশ আইসিসি সুপার লিগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে ছয়টি ম্যাচ খেলবে। ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে আর আইরিশদের বিপক্ষে বিদেশের মাটিতে।