উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর স্থানীয় জেলেরা প্রথম এর ভেতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করেন। ছবি: রয়টার্স

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ হ্রদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর বুকোবায় অবতরণের সময় ৪৩ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি ভিক্টোরিয়া হ্রদে পড়ে যায়। খবর প্রথম আলোর।

সেদিন ঘটনাস্থলে থাকা একজন জেলে ককপিটে আটকে থাকা পাইলটদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। পাইলটদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন তিনি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর মাজালিওয়া জ্যাকসনকে সরকার আনুষ্ঠানিকভাবে নায়ক হিসেবে আখ্যা দিয়েছে। এ ছাড়া তাঁকে ১০ লাখ তানজানিয়ার শিলিং (৪৩০ মার্কিন ডলার) পুরস্কার ও দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ ব্রিগেডে চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা প্রিসিশন এয়ারের উড়োজাহাজটি ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়ে ককপিটে থাকা সব পাইলটসহ ১৯ জন নিহত হন। প্রিসিশন এয়ার বলেছে, উড়োজাহাজে থাকা ৪৩ যাত্রীর মধ্যে ১৯ জন বেঁচে আছেন।

গতকাল সোমবার বুকোবার স্থানীয় একটি ফুটবল স্টেডিয়ামে আয়োজিত শোকসভায় নিহত ১৯ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সবাই। সেখানে দেশটির প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া ঘোষণা দিয়েছেন, নিহত ব্যক্তিদের শেষকৃত্যের যাবতীয় খরচ সরকার বহন করবে। এর আগে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার কথা বলেছেন।  

উড়োজাহাজটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মাঞ্জা এলাকা হয়ে বুকোবায় আসে। এ সময় সেটি ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়লে বিধ্বস্ত হয়। এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।