বন্যাকবলিত এলাকা থেকে দুর্গতদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ তানজানিয়ায় গত কয়েক সপ্তাহের অব্যাহত ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২৩৬ জন।

পূর্ব আফ্রিকাজুড়েই ভারী বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছেন তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

তানজানিয়ান প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, এল নিনোর জলবায়ু প্যাটার্ন চলমান বর্ষাকালকে আরও খারাপ করেছে। অব্যাহত ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তা, সেতু ও রেলপথ ধ্বংস হচ্ছে। প্রবল বাতাস, বন্যা ও ভূমিধসের কারণে দেশের উল্লেখযোগ্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

বৃষ্টির ফলে দুই লাখের বেশি মানুষ ও ৫১ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তানজানিয়ার প্রধানমন্ত্রী। জরুরি পরিষেবা বিভাগ ভুক্তভোগীদের উদ্ধার করছে বলেও জানান তিনি। সূত্র : একাত্তর ডটটিভি