নাটোরের বাগাতিপাড়া মডেল থানার অভিযানে তক্ষক, ওয়াকিটকি, সিলসহ গ্রেপ্তার দুজন। ছবি: পুলিশ নিউজ

নাটোরের বাগাতিপাড়া থানা এলাকা থেকে দুটি ধূসর বর্ণের তক্ষক, একটি ওয়াকিটকি, নিয়োগপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০টি সিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চেকপোস্ট ডিউটির সময় দুজন ব্যক্তিকে থামতে বলে পুলিশ। কিন্তু তাঁরা না থেমে দৌড়ে বাগাতিপাড়া থানাধীন মিশ্রিপাড়া (মহলপুকুর) গ্রামের জনৈক আহমেদ কাদের জাহাঙ্গীরের তৃতীয় তলা বাড়ির পশ্চিম পাশের ইউনিটে ঢোকেন। পরবর্তী সময়ে ওই বাড়ি থেকে আনোয়ার হোসেন (২৯) ও বিপ্লব সরদারকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।
ওই বাড়ি থেকে দুটি ধূসর বর্ণের তক্ষক, সেনাবাহিনীর ব্যবহৃত ফিল্ড ক্যাপ, একটি ওয়াকিটকি, নিয়োগপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০টি সিল, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওই দুজনের নামে বাগাতিপাড়া মডেল থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হয়েছে।