ফিতা কেটে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ আন্তজেলা কাবাডি টুর্নামেন্ট-২০২২-এর উদ্বোধন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাঠে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।

বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, সিআইডির পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন প্রমুখ।
প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা রেঞ্জ আন্তজেলা কাবাডি টুর্নামেন্টের এবারের আসরে ৪টি গ্রুপে মোট ১৪টি জেলার দল রয়েছে। ক গ্রুপে আছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও ফরিদপুর জেলা। খ গ্রুপে আছে নরসিংদী, গোপালগঞ্জ ও আরআরএফ ঢাকা জেলা। গ গ্রুপে আছে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। এবং ঘ গ্রুপে আছে শরীয়তপুর, রাজবাড়ী ও মাদারীপুর জেলা। এদের মধ্যে দাপ্তরিক কাজের জন্য গোপালগঞ্জ, আরআরএফ ও মাদারীপুর জেলা পুলিশ অংশ নিতে পারছে না। আগামী ৩ ডিসেম্বর নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

এক প্রতিযোগীর সঙ্গে করমর্দন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ