পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দক্ষিণ বিভাগের তৎপরতায় চোরাই মোটরসাইকেল চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জুন) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মুন্সিগঞ্জের মো. রিমান (২৮), মো. সজীব শেখ (২৩) ও মো. শামীম (২৫), ঢাকার আশুলিয়া থানা এলাকার মো. শহিদুল ইসলাম (২৮) এবং মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকার মো. মাসুদ প্রামাণিক (৩০)।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. মোবাশ্শিরা হাবিব খান পিপিএম (সেবা) জানান, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দীর্ঘ দিন ধরে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন জেলায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।