পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকার দোহারে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) জানান, শুক্রবার (১ ডিসেম্বর) ঢাকার দোহার থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন দোহার থানা এলাকার মিলন চকদার (২৯) ও নাজির (৩৪)।

পুলিশ সুপার জানান, গত ১১ নভেম্বর রাতে দোহার থানাধীন উত্তর শিমুলিয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। সে সময় বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় দোহার থানায় মামলা করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং পাঁচ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকার ফাঁকা ও তালাবদ্ধ বাড়িতে চুরি করে আসছেন তাঁরা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।