ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চাঁদাবাজিকালে গ্রেপ্তার দুজন। ছবি: হাইওয়ে পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চাঁদাবাজিকালে হাইওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুজন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করেন কাঁচপুর হাইওয়ে থানাধীন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন আলম শেখ (৪০) ও মো. মঞ্জু (৩৪)। তাঁদের মধ্যে আলমের বাড়ি রাজবাড়ীর পাংশা থানার কালুখালী গ্রামে। আর মঞ্জুর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার রামপুরা গ্রামে।

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে ছাপানো রসিদের মাধ্যমে তাঁরা বিভিন্ন পরিবহনচালকদের প্রত্যেকের কাছ থেকে জোর করে ৩০ টাকা চাঁদা আদায় করছিলেন। বিষয়টি অবগত হয়ে সাইনবোর্ড এলাকায় যানজট ডিউটিতে নিয়োজিত শিমরাইল হাইওয়ে ক্যাম্পে কর্মরত এএসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ দুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ৩৩০ টাকা এবং একটি চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই চাঁদাবাজ আলমগীর ও সোবাহান কৌশলে পালিয়ে যান।