গ্রেপ্তার হওয়া ‘লও ঠেলা’ চক্রের ৯ সদস্য। ছবি : বিডিনিউজ টোয়েন্টিফোর

রাজধানীর মোহাম্মদপুর থেকে ‘লও ঠেলা’ গ্রুপের মূল হোতা দশের বাবু (২৬) ও তাঁর ৮ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

আজ বুধবার (১৯ জানুয়ারি) তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে অভিযান চালিয়ে গ্রুপের দলনেতা বাবু ওরফে দশের বাবুসহ (২৬) এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাব-২।

গ্রেপ্তার হওয়া বাকি আটজন হলেন মো. ফোরকান (২২), মো. পলাশ (২৩), মো. সুমন (২২), মো. সাগর (২৩), মো. রাজন (২৩), মো. নাজিম (২৪), শাকিল (২০) এবং মিলন (২১)।

র‍্যাব জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর এবং গত ১৬ জানুয়ারি মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় চাঁদার দাবিতে বেশ কিছু দোকানে ভাঙচুর, হামলা এবং দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয় একটি গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনা অনুসন্ধান করতে গিয়ে র‌্যাব জানতে পারে, ‘লও ঠেলা’ নামে একটি কিশোর গ্যাং এই ঘটনার নেপথ্যে রয়েছে। যার নেতৃত্বে রয়েছে বাবু ওরফে দশের বাবু।

র‍্যাব জানায়, বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, মাদক, ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, নবোদয়, বছিলা, চাঁদ উদ্যান এলাকায় তৎপর ছিল তার গ্রুপ।