রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৯ হাজার ২৫৫ পিস ইয়াবা বড়ি, ১৬০ গ্রাম হেরোইন, ১০০ বোতল ফেনসিডিল, ২৮ কেজি ১৫১ দশমিক ৫ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশি মদ ও ২০০ গ্রাম আইস জব্দ করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।