রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ডিএমপি নিউজের।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ১৯০ দশমিক ৭৫ গ্রাম হেরোইন, ৯ বোতল দেশি মদ, ২ হাজার ৯২২ পিস ইয়াবা বড়ি ও ৪৭ কেজি ৩৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।