জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও, রামপুরা ও বাড্ডা থানায় একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি মো. জাহাঙ্গীর হোসেন ওরফে ভুট্টুকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রামপুরার চৌধুরীপাড়া এলাকা থেকে রোববার (২২ মে) দুপুরে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী বলেন, রোববার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায় যে, রামপুরার চৌধুরী পাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক ব্যক্তি পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় আসামির থেকে ১ হাজার ৩০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভুট্টুর নামে ডিএমপির খিলগাঁও থানায় তিনটি, রামপুরায় একটি ও বাড্ডা থানায় একটি মাদকের মামলা রয়েছে।

এবার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় রামপুরা থানায় আরও একটি মাদকের মামলা যুক্ত হলো।