জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

তাঁরা হলেন মো. ইমন চৌধুরী ওরফে ইমন ও নুসরাত জাহান লিন্ডা। খবর ডিএমপি নিউজের।

গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর রোডের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী বলেন, কিছু মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর রোড, চায়না পার্ক রেস্টুরেন্টের পাশে রহিম টাওয়ারে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

মো. কায়সার রিজভী কোরায়েশী বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে সবুজবাগ থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।