ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৯৮ শতাংশই অমিক্রন ভেরিয়েন্টের বলে জানা গেছে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর প্রথম আলোর।

প্রতিবেদনে বলা হয়, আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবে গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফল পর্যালোচনা করে এ ফল জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টি নমুনাতেই অমিক্রনের অস্তিত্ব মিলেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেলটা ধরন। শতকরা হিসাবে যা ২ শতাংশ। করোনা রোগীদের মধ্যে অমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ রোগী। বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত হয়েছেন।