কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শনের সময় ঢাকার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগমের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবি : ছবি : কেএমপি

ঢাকার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগম সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে বিপিএম খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেছেন।

কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে সোমবার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রেজিস্টার দেখেন ঢাকার স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম। ছবি : কেএমপি

কেএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শনের সময় ডিআইজি প্রত্যাহিক কার্যক্রম ও রেজিস্টারসমূহ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

ওই সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) তাসলিমা খাতুন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানাসহ অনেকে।