রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় আজ রোববার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১২টা ৫০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের সখীপুরে।

এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে রাজধানীসহ সারা দেশে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৩১ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।