দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৩৮ জনে। এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

চলতি বছর ডেঙ্গুতে ২৫৪ জন মারা গেছেন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১৭৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ৭৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছে ৭৬৩ জন। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ৫৫ হাজার ৭৪০ জন রোগী।