সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

ডিমের দাম শিগগিরই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন মাননীয় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। খবর প্রথম আলোর।

‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমাদের অবস্থান ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে আদর্শ প্রাণিসেবা লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ডিমের দাম বেড়েছে, তবে এটি সাময়িক। শিগগিরই দাম কমে আসবে।

ভোজ্যতেলের উৎপাদন বিষয়ে মন্ত্রী বলেন, তিন থেকে চার বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদা শতকরা ৪০ ভাগ দেশে উৎপাদনের জন্য কৃষি মন্ত্রণালয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

সেমিনারে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা, কৃষিবিদ আওলাদ হোসেন বক্তব্য দেন।