রাজধানীর কদমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে একটি খেলনা রিভলভার ও গুলিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. রুবেল (৩১), হাসান উদ্দিন (৩০), মো. রাশেদ (২৯) ও মো. বিপ্লব শেখ (৩১)।
ডিবি লালবাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কয়েকজন সহযোগী পালিয়ে যান।
আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।