উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা। ছবি : ডিএমপি

রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোন চোর চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪৫টি চোরাই মোবাইল ফোন, ৩০ হাজার ৪০০ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) গুলিস্তান এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন জসিম উদ্দিন, মো. আব্দুর রহমান, মো. শান্ত, মো. আলম, মো. বোরহান উদ্দিন, মো. রেজাউল, মো. মামুন তালুকদার, মো. মামুন মিয়া, মো. ইসমাইল হোসেন, মো. সুমন পাটোয়ারী ও মো. সুজন।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, রাজধানীর শ্যামলী, আগারগাঁও, গুলিস্তান, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় সুকৌশলে বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন চুরি করতেন।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।