জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ এক পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

ডিএমপি জানায়, রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রেজিস্ট্রি অফিসের মোড় থেকে আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়।

শাহীনের নামে পাঁচটি ডাকাতি মামলা, একটি দস্যুতার মামলা এবং একটি অস্ত্র মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার শামসুল আরেফীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তাঁর ডাকাত দলে ৭-৮ জন সদস্য আছেন। তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় গভীর রাতে হানা দিতেন। এরপর টার্গেট করা লোকদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করতেন। এ ছাড়া কুমিল্লা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।