পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় ৭৪৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) ভোরে বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের একটি আম বাগান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বাঘা থানা এলাকার মো. চপল আলী (৩৫) এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার মো. জামরুল শেখ (৩৪)। চপলের বিরুদ্ধে পাঁচটি মাদক ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা আছে।

ডিবি রাজশাহীর উপপরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেনসিডিলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিন মাদক কারবারি ঘটনাস্থলে থেকে পালিয়ে যান।

জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক জামরুল জানান, মঙ্গলবার রাতে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেনসিডিলের চালান বাংলাদেশে নিয়ে আসেন তিনি। এর আগেও এমন চালান বাংলাদেশে এনেছেন। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় সহজে ফেনসিডিল আনা যায়। এ জন্য ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে সাতরে নদী পাড়ি দিতে হয়।

এসআই ইনামুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে।