জব্দ করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের তৎপরতায় পণ্ড হয়ে গেছে ডাকাতির প্রস্তুতি। এ সময় ডাকাত দলের সাত সদস্যকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর দারুস সালাম এলাকার টোলারবাগ ফুটওভারব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. শাহাজাহান শেখ, মো. হারুন মল্লিক ওরফে বাবু মিয়া, মো. আরিফুল ইসলাম খান, মো. বাচ্চু মিয়া, মো. জানু মিয়া, মো. খোকন মিয়া ও মো. হিরন হাওলাদার ওরফে সাগর। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দুটি লোহার রড, একটি লাঠি, একটি নাইলনের রশি, একটি স্কচ টেপ, একটি লোহার প্লাস ও গামছা জব্দ করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। ঈদ সামনে রেখে ডাকাতি করতে ঘটনাস্থলে জড়ো হওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা। দারুস সালাম থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।