পুলিশি হেফাজতে চার আসামি এবং জব্দ করা ফেনসিডিল ও গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ২৭ বোতল ফেনসিডিল, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. হামিদুর রহমান জানান, গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিলসহ আসামি মো. রেজাউল আমিনকে (৫০) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কোতোয়ালি থানা এলাকায়। কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) মো. রইচ আহমেদ জানান, শুক্রবার (১০ মার্চ) রাতে চৌগাছা থানাধীন তিলকপুর এলাকার নিজ বাড়ি থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আসামি আব্দুর রহমানকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি নারায়ণপুর এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আসামি মো. বদরুল আলম (৩৫) ও মো. এনায়েত আলীকে (৫৩) গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।