রাজধানী ও আশপাশের এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গত বুধবার ঢাকার রামপুরা ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গ্রেপ্তার আসামিরা হলেন সোহেল রানা, জামাল ভুইয়া ও জামাল শিকদার।

সিআইডি সূত্রে জানা যায়, গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে গাড়ি ভাড়া করেন এই সংঘবদ্ধ চক্রের সদস্যরা। পরে গাড়িতে উঠে চেতনানাশক ঘুমের ওষুধ খাইয়ে চালককে অচেতন করেন। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যান তাঁরা।

তা ছাড়া এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে অল্প টাকায় বিদেশি মুদ্রা বিক্রির লোভ দেখিয়ে গাড়িতে তুলে দামি মোবাইল ও টাকা ছিনিয়ে নেন। পর ভুক্তভোগী ব্যক্তিকে নির্জন এলাকায় রেখে পালিয়ে যান।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি গাড়ি, বিদেশি মুদ্রা ও কিছু চেতনানাশক ওষুধ জব্দ করা হয়েছে।